নরসিংদীর ৩ লাখ ৮৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৬ এএম


নরসিংদীর ৩ লাখ ৮৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নরসিংদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ সভা করেন সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম।

সভায় সিভিল সার্জন জানান, ১২ ডিসেম্বর দিনব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী নরসিংদী জেলার মোট ৩ লাখ ৮৩ হাজার জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রমে ১৭ শ কেন্দ্রে মাঠ পর্যায়ে কাজ করবে প্রায় সাড়ে ৩ হাজার ভলান্টিয়ার ও স্বাস্থ্য সহকারী। এসময় ভিটামিন এ এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট টিকা কেন্দ্র থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে নরসিংদী প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো: নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মো: মোবারক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।