মনোহরদী ও বেলাবতে ৪ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

৩০ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৭ এএম


মনোহরদী ও বেলাবতে ৪ ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ দূষণ ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার চারটি ইটভাটাকে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জরিমানা করা ইটভাটা গুলো হলো- মনোহরদী উপজেলার চন্ডিচলা এলাকার বড়চাপা এলাকার বিআরবি ব্রিকস, একই এলাকার মেসার্স শামীম কনস্ট্রাকশন, বেলাব উপজেলার সল্লাবাদ এলাকার পিএসবি ব্রিকস এবং একই এলাকার ন্যাশনাল ব্রিকস। প্রত্যকটিকে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা জানান, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে দিনভর জেলার দুই উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। এসময় পরিবেশ দূষণ ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ৪টি ইটভাটাকে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করাসহ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।  

অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুনসুর মোল্লাসহ পুলিশ, আনসার ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

 



এই বিভাগের আরও