পুরস্কার জিতবেন যেভাবে

১৩ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৩:৫৬ এএম


পুরস্কার জিতবেন যেভাবে

আইডিয়া প্রতিযোগিতা: "আমার ভাবনায় আমার লাইব্রেরি"

 থিম: নতুন প্রজন্মকে কীভাবে লাইব্রেরিমুখী করা যায়
 জিতুন ১০,০০০ টাকার সমমূল্যের আকর্ষণীয় পুরস্কার!

 

অংশগ্রহণের পদ্ধতি:দুইভাবে অংশ নিতে পারবেন—


1.লিখিত আকারে (সর্বোচ্চ ৫০০ শব্দ)
2.ভিডিও আকারে (সর্বোচ্চ ৩ মিনিট)


 অংশগ্রহণের যোগ্যতা
যে কেউ অংশ নিতে পারবেন (ছাত্র, শিক্ষক, পাঠক, পেশাজীবী, লাইব্রেরি কর্মী—সকলেই স্বাগতম)
কোনো পূর্ব অভিজ্ঞতা বা পেশাগত ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই

 

 

লিখিত আকারে জমা দেওয়ার নিয়মাবলী
১. লাইব্রেরি সংক্রান্ত একটি বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক সমস্যা চিহ্নিত করতে হব, সেই সমস্যার একটি উদ্ভাবনী, বাস্তবসম্মত ও টেকসই সমাধান উপস্থাপন করতে হবে। লিখিত জমা সর্বোচ্চ ৫০০ শব্দে হতে হবে, স্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষায়, ছবি, ডায়াগ্রাম, ভিজ্যুয়াল বা ইনফোগ্রাফিক যুক্ত করলে অতিরিক্ত নম্বর পাওয়া যাবে।
২. ভাষা: বাংলা অথবা ইংরেজি – যেকোনো একটি, জমা দিতে হবে।
৩. নির্ধারিত Google Form-এর মাধ্যমে, ফর্মে নিজের নাম, ইমেইল/মোবাইল, বয়স ও পেশা উল্লেখ করতে হবে।
৪. অন্যের লেখা/চুরি করা আইডিয়া বাতিল হবে (Plagiarism গ্রহণযোগ্য নয়), অস্পষ্ট বা ভাসাভাসা ধারণা মূল্যায়নে আসবে না, AI-জেনারেটেড কনটেন্ট নিরুৎসাহিত করা হবে।

 

 ভিডিও জমা দেওয়ার শর্তাবলী
১. বিষয়বস্তু নির্ধারিত থিম অনুযায়ী হতে হবে। বিভ্রান্তিকর বা ভুল তথ্য গ্রহণযোগ্য নয়।
২. ভিডিও অবশ্যই নিজস্ব তৈরি হতে হবে (নকল বা কপিরাইট লঙ্ঘন হলে বাতিল)।
৩. ভিডিওর দৈর্ঘ্য ১–৩ মিনিট হতে হবে। ভিডিও জমা দিতে হবে Google Drive Link এর মাধ্যমে।

 

  বিচার মানদণ্ড
1. সমস্যা চিহ্নিতকরণের স্পষ্টতা
2. সমাধানের বাস্তবতা ও উদ্ভাবন
3. উপস্থাপনার সৌন্দর্য ও স্বচ্ছতা

 

জমা দেওয়ার শেষ সময়: ২১ আগস্ট ২০২৫, রাত ১২টা

চোখ রাখুন: https://www.facebook.com/librarianvoice পেইজে
জমা দেওয়ার লিংক: https://forms.gle/xuGfvUYAjHFnNan86