সাধার চরে ৮ লাখ টাকা মূল্যের ৪ গরু চুরি

১১ ডিসেম্বর ২০১৭, ০৬:৩০ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ এএম


সাধার চরে ৮ লাখ টাকা মূল্যের ৪ গরু চুরি
শিবপুর উপজেলার সাধার চরের গোবিন্দী গ্রামে গরু চুরি ঘটনা ঘটেছে। শনিবার রাতে গ্রামের কৃষক মোস্তফা মিয়ার বাড়ীতে এ চুরির ঘটনা ঘটেছে। কৃষক মোস্তফা মিয়া ও স্থানীয়রা জানান, বাড়ির একটি ঘরে অস্ট্রেলিয়ান জাতের দুধাল ৪টি গরু ও ২টি বাছুর রেখে ঘুমিয়ে ছিলেন। রাতের এক সময় চোর চক্র গরুগুলো নিয়ে যায়। প্রায় ৮ লাখ টাকা মূল্যের গরুগুলো হারিয়ে কৃষক মোস্তফা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। এ চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।


এই বিভাগের আরও