রায়পুরার বাটখোলায় গরু চুরির সময় কৃষক খুন আদালতে গ্রেপ্তারকৃত চোরের স্বীকারোক্তি

১১ ডিসেম্বর ২০১৭, ০৬:৩২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম


রায়পুরার বাটখোলায় গরু চুরির সময় কৃষক খুন আদালতে গ্রেপ্তারকৃত চোরের স্বীকারোক্তি
নিজস্ব প্রতিবেদক ॥ রায়পুরা উপজেলার বাটখোলা গ্রামে গত ২৩ আগষ্ট রাতে গরু চুরির সময় চোরের ছুরিকাঘাতে কৃষক বকুল মিয়া নিহতের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে গরু চোর ছানাউল্লাহ (৩৭)। কৃষক বকুল হত্যা মামলায় গত ২৬ নভেম্বর গরু চোর ছানাউল্লাহকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, থানা পুলিশ কর্তৃক কৃষক বকুল হত্যা মামলায় গ্রেপ্তারের পর জেল হাজতে ছিল ছানাউল্লাহ। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্তভার পাওয়ার পর বিভিন্ন কৌশলে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জেলে থাকা ছানাউল্লাহ খুনে জড়িত থাকার মতো তথ্য উপাত্ত পাওয়ার পর আদালতে তার রিমান্ড আবেদন করেন। ৪ ডিসেম্বর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে সে চুরি ও খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার সাথে অন্যান্যরাও জড়িত বলে তথ্য দেয়। পরে গত মঙ্গলবার নরসিংদীর সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওয়ায়েজ আল করণীর খাসকামরায় ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, গত ২৩ আগষ্ট রাতে রায়পুরা বাটখোলা গ্রামে গরু চুরি করতে যায় ছানাইল্লাহ ও তার সহযোগীরা। এসময় আশেপাশের লোকজন চোরের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে। ছানাউল্লাহ যে পথ দিয়ে পালাচ্ছিল সে পথে বকুল তাকে আটক করার চেষ্টা করে। এসময় বকুলের কাছ থেকে ছাড়া পেতে ছানাউল্লাহ তার কোমরে থাকা চাকু দিয়ে বকুলের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কৃষক বকুলের মৃত্যু হয়। খুনি ছানাউল্লাহ, রায়পুরা উপজেলার বাটখোলা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। জবানবন্দি শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  


এই বিভাগের আরও