শিবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

১২ অক্টোবর ২০১৯, ০৯:৩২ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম


শিবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় নিরব (৮) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-মনোহরদী সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব বান্দারদিয়া গ্রামের আমজাত হোসেনের ছেলে এবং ইসলামপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নিরব তাঁর বাবার সাথে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ীতে আসার পথে উক্ত স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে সে ছিটকে রাস্তায় পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় নিরবকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া পথে নিরব মারা যায়।



এই বিভাগের আরও