মানসিক হাসপাতাল থেকে তিনবার পালিয়েছিলেন যে লেখক
১৭ ডিসেম্বর ২০১৭, ১০:৪২ এএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:৪৭ এএম

ফাহিম ইবনে সারওয়ার
ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। তাঁদের পরিবার ছিল স্বচ্ছল এবং ধর্মপ্রাণ ক্যাথলিক। ছেলেকেও সেভাবেই গড়ে তুলতে চান তারা। কিন্তু কৈশোর থেকেই পাওলোর ইচ্ছা ছিল সে লেখক হবে। শুরু থেকেই পরিবার সেটা মেনে নেয়নি।
কিন্তু পাওলোয় তার স্বপ্নপূরণে ছিলেন অটল। তাঁর জেদ না কমায় ১৭ বছর বয়সে পাওলো কোয়েলহোকে জোর করে মানসিক হাসপাতালে ভর্তি করে তাঁর বাবা-মা। সেখান থেকে তিনবার পালিয়ে যান তিনি। ২০ বছর বয়সে ছাড়া পান মানসিক হাসপাতাল থেকে। পরিবারের চাপে লেখক হওয়ার স্বপ্নেরও সেখানেই সমাপ্তি ঘটে।
এরপর আইনবিদ্যায় পড়তে পাঠানো হয় তাঁকে, এক বছর পরেই পড়ালেখা বাদ দিয়ে ‘হিপ্পি’ হয়ে যান পাওলো কোয়েলহো। ১৯৬০ এর দশকে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, মেক্সিকো ও ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এই সময়ে মাদক নেয়া শুরু করেন।
ব্রাজিলে ফিরে এসে গান লেখা শুরু করেন প্রথমে। ১৯৭৪ সালে ব্রাজিলিয়ান জান্তা সরকার তাঁকে সরকারবিরোধী গান লেখার অপরাধে গ্রেপ্তার করে, জেল খাটেন বেশ কিছুদিন। ১৯৮২ সালে পাওলো কোয়েলহোর প্রথম বই ‘হেল আর্কাইভস’ প্রকাশিত হয় তবে উপন্যাসটি সাড়া ফেলতে পারেনি।
১৯৮৬ সালে পাওলো কোয়েলহো স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের সান্তিয়াগো দে কম্পোস্তেলায় ৫০০ মাইলেরও বেশি পথ হাঁটেন। এই ঘটনাটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আধ্যাত্মিক চিন্তাচেতনার প্রতি আকৃষ্ট হন তিনি। পরে এখান থেকেই তিনি লেখেন তাঁর দ্বিতীয় উপন্যাস ‘দ্য পিলগ্রিমেজ’। ১৯৮৭ সালে প্রকাশিত হয় উপন্যাসটি।
পরের বছরই বের হয় কোয়েলহোর বিখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’। উপন্যাসটি প্রকাশ করে ব্রাজিলের ছোট একটি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রথম সংস্করণের ৯০০ বই বিক্রি হয়ে যাওয়ার পর উপন্যাসটির আর কোন সংস্করণ বের করতে রাজি হয়নি তারা।
১৯৯৪ সালে ‘দ্য অ্যালকেমিস্ট’ পুন:প্রকাশ করে সে সময়ে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান হারপার কলিন্স। আন্তর্জাতিক পরিসরে বইটি বাজারজাত করে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে ‘দ্য অ্যালকেমিস্ট’ এর আট কোটি ৩০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে, উপন্যাসটি ৬৭টি ভাষায় অনূদিত হয়েছে।
তথ্যসূত্র : উইকিপিডিয়া, বায়োগ্রাফি ডটকম

বিভাগ : নরসিংদীর খবর
- জামায়াত বেঈমান বিশ্বাসঘাতক মোনাফেক: খায়রুল কবির খোকন
- কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে গ্রেপ্তার
- শিবপুর মডেল থানায় পুলিশ সদস্যদের ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন
- শিবপুর উপজেলা জাসাসের আহবায়ক কমিটি গঠন
- রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- জামায়াত বেঈমান বিশ্বাসঘাতক মোনাফেক: খায়রুল কবির খোকন
- কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে গ্রেপ্তার
- শিবপুর মডেল থানায় পুলিশ সদস্যদের ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন
- শিবপুর উপজেলা জাসাসের আহবায়ক কমিটি গঠন
- রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
- অজ্ঞাত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নিহত নারীর পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পিবিআই
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ