নরসিংদীতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত

০৩ জুন ২০২০, ০৫:২৩ পিএম | আপডেট: ০১ মে ২০২৪, ১০:১২ এএম


নরসিংদীতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত
নরসিংদীতে"গণপরিবহনে_ভ্রাম্যমাণ_আদালত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে"গণপরিবহনে নিয়ন্ত্রিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত" পরিচালনা করা হয়েছে। বুধবার (০৩ জুন) ঢাকা -সিলেট মহাসড়কের সদর উপজেলার ভেলানগর ও পাঁচদোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ৫টি গণপরিবহনকে অর্থদন্ড প্রদান ও বিভিন্ন গণপরিবহন চালক ও সহকারীদের সতর্ক করা হয়৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।

নরসিংদীতে"গণপরিবহনে_ভ্রাম্যমাণ_আদালত

ভ্রাম্যমাণ আদালতে জেলা পুলিশ ও আনসার সার্বিক সহযোগিতা প্রদান করেন। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।