নরসিংদীতে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পাঁচ করোনা রোগী

১৩ জুন ২০২০, ১১:২৪ পিএম | আপডেট: ০৮ মে ২০২৪, ০৪:১০ পিএম


নরসিংদীতে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পাঁচ করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক:  

কোভিড ডেডিকেটেড নরসিংদী জেলা করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আরও পাঁচ করোনা আক্রান্ত রোগী। শনিবার (১৩ জুন) তারা বাসায় ফিরেছেন। সুস্থ হওয়া ব্যক্তিরা হলেন, লিটন দাশ, মো. রাশেদুজ্জামান, শরৎ সাহা, আসাদুজ্জামান আসাদ ও শর্মিলা দাশ। 

জেলা করোনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, বিভিন্ন শ্রেণিপেশার এসব ব্যক্তিরা করোনা পজিটিভ হয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। ১৪ দিন আইসোলেশনে থাকার পর শনিবার সুস্থতার ছাড়পত্র দিয়ে তাদের বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা করোনা হাসপাতালে ১০৯ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং এরমধ্যে ৫৯ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ৯৯০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৯ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ০২ জন, রায়পুরায় ০২ জন ও মনোহরদীতে ০১ জন।



এই বিভাগের আরও