“লেখাপড়ার মান উন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা

০৬ আগস্ট ২০১৯, ০৭:২৬ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৩:০৬ পিএম


“লেখাপড়ার মান উন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা

পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে “শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২ হাজার ৬ শত শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।


ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম, আব্দুল মোমেন, পলাশ উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. আশাদউল্লাহ মনা প্রমূখ।



এই বিভাগের আরও