ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে চুরির ল্যাপটপসহ আটক দুই

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৬ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম


ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে চুরির ল্যাপটপসহ আটক দুই

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪ নং ইউনিটের চায়না প্রজেক্টে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। প্রজেক্টের অফিস রুমের গ্রিল ভেঙে চাইনিজদের ব্যবহৃত তিনটি ল্যাপটপ ও একটি ডিজিটাল ক্যামেরা চুরি হয়েছিল।

এ ঘটনায় পুলিশ রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে মাছুম মিয়া (২০) ও শরিফ মিয়া (২৫) নামে দুই চোরকে আটক করেছে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া ক্যামেরা ও ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।
আটককৃত মাছুম মিয়া পলাশ উপজেলা গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে ও শরিফ মিয়া একই এলাকার মৃত আবুল কালামের ছেলে।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, গত ৯ সেপ্টম্বর বিদ্যুৎ কেন্দ্রের ৪ নং ইউনিটের চায়না প্রজেক্টের অফিস রুম থেকে চাইনিজদের ব্যবহৃত তিনটি ল্যাপটপ ও একটি ডিজিটাল ক্যামেরা চুরি হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরদের আটক করে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
এদিকে চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চাইনিজরা। ভাল কাজের পুরষ্কার স্বরুপ নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের পক্ষ থেকে পলাশ থানা পুলিশকে  দশ হাজার টাকা পুরস্কারও প্রদান করা হয় বলে জানান ওসি।



এই বিভাগের আরও