মাদকাসক্তদের দলে স্থান দিতে চাই না

০৬ নভেম্বর ২০১৯, ০৮:৫৪ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পিএম


মাদকাসক্তদের দলে স্থান দিতে চাই না

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনা মাদকাসক্তদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তাই তাঁর এই পদক্ষেপকে সম্মতি জানিয়ে আমাদের স্থানীয় পর্যায়েও মাদকাসক্তদের দলে স্থান দিতে চাই না। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কোনক্রমে যদি মাদকাসক্তদের দলে প্রবেশ করান তাহলে সভাপতি বা সাধারণ সম্পাদককে তার পদ হারাতে হবে। বুধবার (৬ নভেম্বর) বিকালে পলাশের চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোশারফ হোসেন ভূইয়ার পরিচালনায় চরসিন্দুর বাজারে অনুষ্ঠিত ওই সম্মেলনে আরো বক্তৃতা করেন, সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয় পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোফাজ্জল হোসেন রতন সভাপতি ও আলমগীর হোসেন ভূইয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।



এই বিভাগের আরও