রায়পুরায় গাঁজা সেবনের দায়ে ৭ জনকে কারাদণ্ড

১১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম


রায়পুরায় গাঁজা সেবনের দায়ে ৭ জনকে কারাদণ্ড

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় গাঁজা সেবন ও রাখার দায়ে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো: শফিকুল ইসলাম। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পীরপুর এলাকার কাজল মিয়া (৫২), শাহাদাত হোসেন (৫২), জাকির হোসেন (৫০), আশরাফুল ইসলাম (৩৭), মো: রহমত (৩৫), আব্দুর রহমান(৩৫) হাঁটুভাঙ্গা এলাকার শুক্কুর আলী (৫২)।


সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম জানান, উপজেলার পীরপুর পীর ফতেহ্ আলী মাজার এবং হাঁটুভাঙ্গা হুমায়ুন সাধুর মাজার এলাকায় গাঁজা রাখা ও সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে তাৎক্ষনিক ২শত টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বিকেলে দন্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরন করা হয়।






এই বিভাগের আরও