বিকাশ এজেন্টকে অপহরণ করে মুক্তিপণ দাবী: অপহরণকারী কারাগারে

২৭ মে ২০২৫, ০৯:৫০ পিএম | আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৫ এএম


বিকাশ এজেন্টকে অপহরণ করে মুক্তিপণ দাবী: অপহরণকারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলামকে (৩৯) রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ মে) তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এর আগে গত ২৪ মে ৭ দিনের রিমান্ড আবেদন করে আসামীকে আদালতে সোপর্দ করে রায়পুরা থানা পুলিশ।

সোমবার (২৬ মে) নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (২য়) আদালতের বিচারক নওরিন ইসলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারী রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে স্থানীয় বিকাশ ও নগদ এজেন্ট ব্যবসায়ী ইফতি সরকার (২২) কে অপহরণ করে একই এলাকার শহিদ মুন্সীর ছেলে শফিকুল ইসলামসহ অন্যান্যরা। পরে তাকে মোটরসাইকেলসহ অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ইফতির মোবাইলের মাধ্যমে অপর বন্ধু নাজমুলের কাছে মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবী করা হয়। ছেলেকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে ২ লাখ ৫ হাজার টাকা মুক্তিপণ দেয়া হয়।


ইফতির পিতা লিটন সরকারের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে রায়পুরা থানার আমিরগঞ্জ ফাঁড়ি পুলিশ। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে একই দিন গভীর রাতে হাসনাবাদ বিলপাড় থেকে অচেতন অবস্থায় ইফতিকে উদ্ধার করা হয়। তবে দীর্ঘদিন পার হলেও অপহরণের সাথে জড়িত শফিকুল ইসলামসহ আসামীরা ধরাছোয়ার বাইরে থেকে যায়। অবশেষে গত ২৩ মে শফিকুলকে গ্রেপ্তার করে ২৪ মে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে তা শুনানির দিন ধার্য হয় ২৬ মে। আদালত ঘটনা বিশ্লেষন শেষে তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে তাকে পূনরায় জেল হাজতে প্রেরণ করা হয়।


আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, পুলিশ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদে আরো কিছু তথ্য উদ্ধার হবে বলে প্রত্যাশা করছি।  



এই বিভাগের আরও