শিবপুরে ন্যায্য মূল্যে ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্র উদ্বোধন

১২ এপ্রিল ২০২১, ০৮:৩৭ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০৮:৩২ পিএম


শিবপুরে ন্যায্য মূল্যে ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্র উদ্বোধন

মোমেন খান:

নরসিংদীর শিবপুরে ন্যায্য মূল্যে ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) শিবপুর উপজেলা পরিষদ মাঠে ন্যায্য মূল্যে ভ্রম্যমান মাছ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।

কোভিড-১৯ পরিস্থিতিতে জনসাধারণ যাতে অবাধে চলাফেরা না করে নিজ নিজ এলাকায় থেকে মাছ ক্রয় করতে পারেন সে লক্ষ্যে ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমান মাছ বিক্রয়ের গাড়িটি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মাছ বিক্রয় করবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফাহিমুল আরিফিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহরুখ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মো: ফিরুজ শাহীনুর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার ধর, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস,এম আরিফুল হাসান প্রমুখ।



এই বিভাগের আরও