শিবপুরে কারিগরি কলেজ পরিদর্শনে ইউএনও

০৮ অক্টোবর ২০২০, ০৫:৩০ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পিএম


শিবপুরে কারিগরি কলেজ পরিদর্শনে ইউএনও

এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে কারিগরি কলেজ হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। তিনি বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলার বিভিন্ন দপ্তরের ১০ জন অফিসার নিয়ে এই ইনস্টিটিউট পরির্দশন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজল ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ইনস্টিটিউট এর পরিচালক খোকন ভূইয়া, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, দাতা সদস্য ফিরোজা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিছ, ইনস্টিটিউট এর অধ্যক্ষ আলমগীর হোসেন, ইনস্টিটিউট এর সিভিল শাখার চীফ মোবারক হোসেন, কম্পিউটার শাখার চীফ আলমগীর, ইলেক্ট্রনিক শাখার চীফ মাহাবুব আলম রনি প্রমুখ।


পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সেজন্য সরকার কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করছে। শিবপুরের এই প্রতিষ্ঠানটির সকল কিছু পরিপূর্ণ। আশা করি এই প্রতিষ্ঠান সরকারের কারিগরি শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



এই বিভাগের আরও