শুরুতেই ভুটানকে হারিয়ে চমক দিল বাংলাদেশ

২৪ আগস্ট ২০১৯, ০২:০৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম


শুরুতেই ভুটানকে হারিয়ে চমক দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ২-৫ গোলের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল । ফলে সাফ ফুটবলের এবারের আসর থেকে বিদায় নিতে হতে পারে ভূটান দলকে। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত শুরু থেকেই আক্রমনাত্বক ভঙ্গিতে দেখা গেছে টিম বাংলাদেশকে।

ম্যাচ শুরু বিশ মিনিটের মধ্যেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় মিরাদ। তবে পাল্টা জবাব দিকে ১২০ সেকেন্ডের বেশি সময় নেননি ভুটান দলের ফুব। তবে বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করতে আ: রহমানও বসে থাকেননি। খেলার ৩২ মিনিটে বাংলাদেশের গোলকিপারের শিশুসুলভ ভুলে ম্যাচে ফিরে আবারো ভুটান।

তবে দ্বিতীয়ার্ধে যেন গোলের মহড়া চলছিল পশ্চিম বঙ্গের স্টেডিয়ামটিতে। নির্ধারিত সময়ের শেষ দিকে আবারো জালে বল পাঠান মিরাদ। অতিরিক্ত সময়ে পাওয়া ফ্রি–কিক থেকে দুর্দান্ত এক গোল করেছে বদলি নামা বাবু। আগামী রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। সেখানেও আশাবাদী বাংলাদেশ দলের ভক্ত সমর্থকরা। এবারে দলের কাছ থেকে আশানুরুপ ফলাফলও প্রত্যাশা করেছেন দলের নীতিনির্ধারকরা।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও