প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মত শপথ নিলেন

০৭ জানুয়ারি ২০১৯, ০৬:২৫ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১০ পিএম


প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মত  শপথ নিলেন

অনলাইন ডেস্ক

আজ সোমবার বিকেল ৩টা ৩৪ মিনিটে বঙ্গভবনের দরবার হলে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়।

নিয়ম অনুযায়ী প্রথমে শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। এরপর নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পর্যায়ক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী। একাদশ সংসদ নির্বাচনে বিশাল এই জয়ের পর শেখ হাসিনা তার নতুন সরকার সাজিয়েছেন মূলত নতুনদের নিয়ে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও