জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ কাল

০৬ জানুয়ারি ২০২০, ০৫:১৫ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৭ এএম


জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ কাল

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে জয়লাভ করে গত ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। আগামীকাল তৃতীয় মেয়াদের সরকারের এক বছর পূর্ণ হচ্ছে। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে।


বিভাগ : বাংলাদেশ