করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে ঢাকার হাসপাতালে চীনা নাগরিক

২৭ জানুয়ারি ২০২০, ০৮:৪৭ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:১৬ এএম


করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে ঢাকার হাসপাতালে চীনা নাগরিক
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানের একটি অভিজাত হাসপাতালে ভাইরাল উপসর্গ নিয়ে চীনের একজন নাগরিক সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া শুরু করেছেন। তবে ওই ব্যক্তি করোনাভাইরাস বহন করছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আইডিসিআর কে তারা বিষয়টি জানিয়েছেন।

আই ডি সি আর এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা জানান, আমরা শুনেছি ওই হাসপাতালের একজন চীনা নাগরিক ভর্তি হয়েছেন। আমরা তার স্যাম্পল কালেকশন করবো, তা পরীক্ষা-নিরীক্ষা করে বলা যাবে তিনি করোনাভাইরাস বহন করছেন কি না। এর আগে কিছুই বলা সম্ভব না। তবে এটা নিয়ে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কারণ নেই।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও