দেশের ৬ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ  

১৩ জানুয়ারি ২০২১, ০৩:০৭ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম


দেশের ৬ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ  
পুরনো ছবি

টাইমস ডেস্ক:

দেশের ৬ অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। জানুয়ারির প্রায় মাঝ সময়ে এসে এই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


বিভাগ : বাংলাদেশ