ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনা যাবে না  

০১ জুলাই ২০১৯, ০২:৪৮ পিএম | আপডেট: ১৪ মে ২০২৪, ০৭:৩০ এএম


ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনা যাবে না  

নিজস্ব প্রতিবেদক:

পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় এবার বাংলাদেশেও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল। দেশে মোটরসাইকেল কেনা-বেচার ক্ষেত্রে নতুন এই নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষ (বিআরটিএ)। এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।  আগামী ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে।

প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০১৯  থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় ক্রেতা মোটরসাইকেল কিনতে পারবেন না। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানগতভাবে মোটরসাইকেল কেনার ক্ষেত্রেও যার জন্য কেনা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স কিংবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

পৃথিবীর বিভিন্ন দেশে মোটরসাইকেল কিনতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। প্রতিবেশি দেশ ভারতেও এই নিয়ম চালু রয়েছে। 


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও