একসাথে ছাগলের ৮ বাচ্চা প্রসব

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৩ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৬:০৮ পিএম


একসাথে ছাগলের ৮ বাচ্চা প্রসব

লালমনিরহাট প্রতিনিধি:

একটি ছাগল একসঙ্গে আটটি বাচ্চা প্রসব করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ছাগলের বাচ্চাগুলো দেখতে ভিড় করছেন। গতকাল শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষক মোসলেম উদ্দিনের বাড়িতে একে একে আটটি বাচ্চা প্রসব করে ছাগলটি। আটটি বাচ্চাই সুস্থ রয়েছে বলে রোববার সকালে জানিয়েছেন মোসলেম উদ্দিন বলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গড্ডিমারি ইউনিয়নে মোসলেম উদ্দিনের বাড়িতে একটি ছাগল আটটি বাচ্চা প্রসব করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা ছাগলের বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন।
কৃষক মোসলেম উদ্দিন বলেন, বর্তমানে আটটি বাচ্চাই সুস্থ আছে। চিকিৎসকের পরামর্শে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আতিয়ার রহমান বলেন, বিষয়টি শুনেছি। একসঙ্গে ছাগলের আটটি বাচ্চা প্রসব এ এলাকায় বিরল।
এ বিষয়ে হাতীবান্ধা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, ডিম্বাসয় থেকে যতগুলো ডিম্বানু বেঁচে থাকবে ততোগুলো বাচ্চা জন্ম নেবে। এ ধরনের ঘটনা ঘটতে পারে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও