বাসায় গাঁজা চাষ করে লাভবান হতে গিয়ে...

০৭ মার্চ ২০২০, ০৮:১৮ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৭ এএম


বাসায় গাঁজা চাষ করে লাভবান হতে গিয়ে...

নিজস্ব প্রতিবেদক:
আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিজ বাসার ছাদে অবৈধভাবে চাষ করেছিলেন গাঁজার। কিন্তু এতে ঘটলো বিপরীত ঘটনা। র‌্যাবের হাতে ধরা পড়লেন গাঁজা চাষী মো: শাকিল। শনিবার (৭ মার্চ) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব ১১।

র‌্যাব জানায়, একটি বাড়ীতে অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে গাঁজার চাষ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি’র একটি অভিযানিক দল দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত মোঃ শাকিলকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মোঃ শাকিলের দেওয়া তথ্যমতে তার বাসার ছাদ হতে প্লাস্টিকের তৈরি টবে লাগানো ০৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাকিল জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার বাসার ছাদে অবৈধভাবে গাঁজার চাষ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে ০২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও