ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী মানুষের ভীড়

২৯ মে ২০২০, ০৪:৩২ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০৫:২৯ এএম


ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী মানুষের ভীড়

নিজস্ব প্রতিবেদক:

ঈদ ছুটি শেষে সাধারণ ছুটি আর না বাড়ায় কর্মজীবী মানুষ এখন ঢাকামুখী। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়েই বাড়ি ছেড়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। গণপরিবহন চলাচল না করলেও গতকাল বৃহস্পতিবার (২৮ মে) থেকেই নানাভাবে ঢাকা ফিরতে শুরু করেছেন তারা। পায়ে হেঁটে, ছোট ছোট যানবাহন পরিবর্তন করে গন্তব্যের  দিকে ছুঁটছেন তারা। ঈদে ঘরে ফেরা মানুষের সঙ্গে ঢাকার অভিমুখে এবার যোগ হয়েছে দীর্ঘদিন সাধারণ ছুটিতে থাকা কর্মজীবীরাও। এ যাত্রায় গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকামুখী মানুষের কিছুটা চাপ থাকলেও শুক্রবার সকাল থেকেই তা কয়েকগুন বেড়ে গেছে। মহাসড়কের নরসিংদী অংশে লক্ষ্য করা গেছে গণপরিবহন বন্ধ থাকায় লোকজন পিকআপ, লেগুনা, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে কয়েকগুণ বেশি ভাড়ায় ঢাকার দিকে যাচ্ছেন। ব্যক্তিগত গাড়ীতে করেও অতিরিক্ত লোকজন ঢাকায় ফিরছেন। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মেনেই গন্তব্যস্থলে ফিরছেন মানুষ। নিয়মিত চেকপোস্ট ছাড়া লক্ষ্য করা যায়নি বাড়তি পুলিশী নজরদারী।  


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও