যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিন: ইসি ও সরকারের উদ্দেশ্যে ফখরুল

১০ নভেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ এএম


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিন: ইসি ও সরকারের উদ্দেশ্যে ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিন। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরে মঙ্গলবার (১০ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধবংস করে ফেলেছে। গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধবংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়। মির্জা ফখরুল বলেন, তাদের আজকে দেখা উচিত, আওয়ামী লীগের এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের এই নির্বাচন (যুক্তরাষ্ট্রের নির্বাচন) থেকে এই শিক্ষা নেয়া উচিত যে, নির্বাচন কমিশন কাকে বলে?

বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনের প্রতিষ্ঠান ধবংস হয়ে গেছে। এখানে বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে, এখানে প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। কোনও চাকরি হয় না- ডিএনএ টেস্ট না করে। অর্থাৎ বিএনপির কোনও গন্ধ থাকলে তার চাকরি হয় না। অন্য সব জায়গাতে ঘটছে, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে একই ঘটনা এখন পর্যন্ত চলছে। আনওয়ানটেড, আনফুরচুনেড ইনসিডেন্ট।’

ঢাকা ও সিরাজগঞ্জ উপনির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গত রাত্রেও উত্তরায় তারা (আইনশৃঙ্খলা বাহিনী) আমাদের নেতাদের বাড়ি বাড়ি গেছে, সাহাবুদ্দিন সাগর আমাদের সভাপতি (দক্ষিণখান থানা) তার বাড়িতে গিয়ে এক পুলিশ অফিসার পিস্তল ধরে তার স্ত্রীকে বলেছেন, তাকে বলবেন যে, সে যেন বাড়ি না আসে তা না হলে গুলি করে মেরে ফেলবো।একটু আগে খবর পেলাম, অফিসের পিয়নকে ধরে নিয়ে গিয়েছিলো, তারপর আবার ছেড়েছে। এরকম ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, তারপরও কিন্তু হাজার হাজার মানুষ বেরিয়ে প্রচার করছে।’

‘এই যে সিরাজগঞ্জে প্রার্থীকে বাড়ি থেকে বেরুতে দেয়া হয়, ঘিরে রেখেছে। তিন দিন আটকিয়ে রেখেছে তারপরে অনেক চেষ্টা করে বের হয়েছে, এখন তাকে বের হতে দেয় না। ওখানে তো মহাশক্তিশালী, প্রভাবশালী প্রয়াত নাসিম (মোহাম্মদ নাসিম) সাহেবের ছেলে নির্বাচন করছে, তারা তো ওখানে কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, এমন ত্রাসের রাজত্ব তারা সৃষ্টি করেছে কেউ সাহস পাচ্ছে না।’

তিনি বলেন, ‘তারপরও আমরা আশাবাদী, আমরা আবার ওই আশঙ্কায় থাকি যে, ২০১৮ সালে আগের রাত্রে যে নির্বাচন, অন্যান্য উপনির্বাচনগুলো যে অবস্থা, মেয়র নির্বাচনগুলোতে যে অবস্থা তাতে করে আমরা উদ্বিগ্ন এই নির্বাচনগুলোতে ফলাফল কি দাঁড়াবে?’

‘আমরা বলব, জনগণকে রুখে দাঁড়াতে হবে, তাদের অধিকার আদায়ের জন্য তাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সমস্ত রাষ্ট্রকে ধবংস করে দেয়া ও আমাদের স্বাধীনতার সমস্ত অর্জনকে শেষ করে ফেলার বিরুদ্ধে তাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে।’

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান নানা ঘটনা তুলে ধরে বলেন, ‘তারা (আওয়ামী লীগ) নিজেদের ক্যাম্প নিজেরা পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে বাড়ি বাড়ি পুলিশ পাঠাচ্ছে। আওয়ামী লীগের নির্বাচনী অফিস জ্বালাবে বিএনপি- এটা কেউ বিশ্বাস করে? আল্লাহ তা‘লা তো একজন আছেন। এইভাবে তারা মামলা দিচ্ছে।’

তিনি বলেন, ‘এভাবে তারা একের পর এক মামলা দিয়ে নেতা-কর্মীদের গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া করছে। এবং প্রতিদিন রাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বলছে, গ্রাম ছাড়ো, বাড়ি ছাড়ো, ১২ তারিখের পর নির্বাচন শেষ হলে আসবে-এভাবে হুমকি দিচ্ছে। আজকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য যে ব্যবস্থা তারা দাঁড় করেছে আগামী ১২ তারিখ জনগন যদি দিতে না পারে তাহলে ওই নির্বাচনের পরেই জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরানোর আন্দোলন শুরু করবে।’

সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সর্বক্ষণ আমাদেরকে তারা হুমকি দিচ্ছে, প্রচারণা করতে দিচ্ছে না। এজেন্টদেরকে অলরেডি হুমকি দিচ্ছে। তাহলে আমরা কী ভাবে এজেন্ট দেবো? এজেন্ট দেবো লিস্ট নিয়ে তাদের বাড়িতে গিয়ে আক্রমণ।’

তিনি বলেন, ‘যারা ভোটার ভোট দেবে-তাদের বাড়িতে গিয়ে হুমকি। এই প্রতিকূলতা অবস্থার মধ্যে আমরা আছি। গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে- বাংলাদেশের মানুষ আজকে আপনাদের দিকে তাঁকিয়ে আছে- গণতন্ত্র রক্ষার জন্য আপনারা ভূমিকার পালন করবেন।’


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও