বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা

২৪ জুন ২০১৯, ০১:৩৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ এএম


বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কাউন্সিলের তফসিল বাতিল ও আন্দোলনকারীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এ অবরোধ করা হয়।

সোমবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে তারা কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন। কার্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ করতে বা কাউকে বের হতে দিচ্ছেন না বিক্ষুব্ধরা। এ সময় বিএনপির কয়েকজন নেতা কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তারা বাধার মুখে পড়েন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমিটির পক্ষে ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নেয়। এরপর দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষুব্ধ কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলে কমিটির পক্ষের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে চলে যায়।

আগামী ১৫ জুলাই ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। তবে ভোটকেন্দ্রের স্থান এখনো ঠিক করা হয়নি।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও