এডিবি’র আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশের জন্য অনুমোদন

০৭ মে ২০২০, ০৬:৩৩ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১০:৩০ এএম


এডিবি’র আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশের জন্য অনুমোদন
ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আরও ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। বৃহস্পতিবার (৭ মে) এই ঋণ অনুমোদন করা হয়েছে বলে ঢাকায় এডিবি’র কার্যালয় থেকে এক বার্তায় জানানো হয়েছে।

গত ৩০ এপ্রিল এডিবি বাংলাদেশে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে। নতুন করে এই ৫০০ মিলিয়ন ডলারের অনুমোদনের পর এখন মোট ৬০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করল সংস্থাটি।

এডিবির পক্ষ থেকে বলা হয়, এই ঋণ অনুমোদন বিষয়ে এডিবি’র প্রেসিডেন্ট মাসাটসুগেু আসাকাওয়া বলেন, বর্তমান এই মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই দেশটির পাশে থেকে সহযোগিতা করছে। এই ঋণের ফলে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াবে।

তিনি আরও বলেন, আমরা উন্নয়ন সহযোগীসহ সবার সাথেই ঘনিষ্টভাবে কাজ করছি। যাতে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা করা যায় এবং গরিব মানুষকে সহযোগিতা করা যায়। এই ঋণ থেকে ১৫ মিলিয়ন গরিব মানুষ সহযোগিতা পাবে।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও