ভরিতে ১৮৬৬ টাকা বাড়লো সোনার দাম

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০২:৪৯ পিএম


ভরিতে ১৮৬৬ টাকা বাড়লো সোনার দাম
ফাইল ছবি।

অর্থনীতি ডেস্ক:

দেশের বাজারে সব ধরনের সোনার দাম প্রতি ভরি ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ টাকা। বুধবার (৯ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনার মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৩ হাজার ১৩৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৯৮৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৯১৩ টাকা। এখন ভরিতে দাম বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও