আবারো বেড়েছে স্বর্ণের দাম
১৯ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:১০ এএম

টাইমস অর্থনীতি ডেস্ক:
আবারো বেড়েছে স্বর্ণের দাম। এক মাসের কম সময়ের ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়িয়েছে ব্যবসায়ীরা।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দর বাড়ানো হয়েছে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করে দাম ঠিক করা হয়। তবে রুপার দর অপরিবর্তিত রেয়েছে। আগের ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে এটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ আউন্স) সবচেয়ে ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) ৫৯ হাজার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫৬ হাজার ৮৬২ টাকায়। আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকা দরে।
বুধবার পর্যন্ত প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকায়। ১৮ ক্যারেটের দর ছিল ৫০ হাজার ৬৮০ টাকা।
সর্বশেষ গত ২৩ নভেম্বর সব ধরনের সোনার দর ভরিতে একই পরিমাণ বাড়ানো হয়েছিল। তার আগে টানা কয়েকবার বাড়ানোর পর ১০ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে কমিয়েছিল বাজুস।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় দাম বাড়ানোর কারণ ব্যাংখ্যা করতে গিয়ে দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, আমরা বুলিয়ন (বার) মার্কেটের উপর জিম্মি হয়ে পড়েছি। তাদের কাছ থেকে এখন বেশি দামে বার কিনে অলংকার তৈরি করতে হচ্ছে। সে কারণে বাধ্য হয়েই আমাদের দাম বাড়াতে হচ্ছে।
বিয়ের মৌসুমকে সামনে রেখে সোনার দর বাড়ানো হয়েছে কিনা- এ প্রশ্নের উত্তরে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ব্যবসা খুবই খারাপ। কেনাবেচা নেই। অনেক দোকানে সারা দিনে বিক্রিই হয় না। বিয়ের মৌসুম হলে তো চাহিদা থাকত; কিন্তু সেটা নেই।
বিভাগ : অর্থনীতি
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান