আবারো শিল্পকলার মহাপরিচালক হলেন লিয়াকত আলী লাকী

১৩ এপ্রিল ২০২০, ০৯:৫৩ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পিএম


আবারো শিল্পকলার মহাপরিচালক হলেন লিয়াকত আলী লাকী
ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

ষষ্ঠবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। তার চুক্তির মেয়াদ এবার ৩ বছরের জন্য বাড়িছে সরকার। এর আগের দফাগুলোতে দুই বছর করে দায়িত্ব পালন করেছেন তিনি। সোমবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১০ এপ্রিল তার পূর্বের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল।

এছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

গত ২০১১ সালের ৭ এপ্রিল মহাপরিচালক হিসেবে শিল্পকলার দায়িত্ব নেন লাকী। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ ও ২০১৮ সালের ১০ এপ্রিল একই পদে ফিরেছেন তিনি।

লিয়াকত আলী লাকী এর আগে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলা একাডেমির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনেরও চেয়ারম্যান।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও