মেহজাবিন-অন্তুর প্রথম ভালোবাসা

১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:২৬ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১১:৪৪ পিএম


মেহজাবিন-অন্তুর প্রথম ভালোবাসা
Entertainment

এবার মেহজাবিন টিভি পর্দায় হাজির হচ্ছেন তার ফার্স্ট লাভ নিয়ে। মডেল ও অভিনেতা অর্নব মারগুলিস অন্তু কি হচ্ছেন তার সেই ফার্স্ট লাভ! নাকি অন্য কেউ? সেই অন্যজন নিয়েই নির্মাতা রেখেছেন চমক।

আগামী ভালোবাসা দিবসের জন্য বি ইউ শুভ নির্মাণ করেছেন ‘ফার্স্ট লাভ’। রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়। নাটকটি প্রসঙ্গে অন্তু ও মেহজাবিন জানান, ‘গল্পটি বেশ রোমান্টিক। ফার্স্ট লাভ কে তা ভালোবাসা দিবসেই বুঝতে পারবেন। তবে দুজন বাদেও আরেকজন রয়েছে।

সে ছেলে হিসেবেও অনেক রোমান্টিক। তবে, নাটকে আমাদের দুজনের মধ্যে ভরপুর রোমান্টিকতা দেখবে দর্শক।’


বিভাগ : বিনোদন

বিষয় : entertainment


এই বিভাগের আরও