১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে ইতালিয়ান সিনেমা ‘বাংলা’

২৮ অক্টোবর ২০২০, ০৭:৫২ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ০১:১৮ পিএম


১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে ইতালিয়ান সিনেমা ‘বাংলা’

বিনোদন ডেস্ক:

ইতালির রোম শহরে দ্বিতীয় প্রজন্মের জীবনের গল্প নিয়ে রোমান্টিক ও কৌতুক ঘরনার আংশিক আত্মজীবনীমূলক গল্পে নির্মিত হয়েছে সিনেমা। এর নাম ‘বাংলা’। পরিচালক ফাইম ভূইয়া নির্মিত এই ছবিটিতে তিনি নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী ১৩ নভেম্বর ‘বাংলা’ অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট বঙ্গ-তে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হবে ছবিটি।

একজন ইমিগ্র্যান্ট হিসেবে বিদেশে জীবন যাপন চালিয়ে নেয়াটা দ্বিতীয় প্রজন্মের একজন যুবকের কাছে ততটা সুখকর ছিলোনা। একটি আর্ট মিউজিয়ামের চাকরি করা যুবকটির টিকে থাকার সংগ্রামী জীবনে হঠাৎ প্রেম আসে। এক ইতালিয়ান নারীর সঙ্গে প্রেমে পড়েন তিনি। দুটি ভিন্ন কালচারের, ভিন্ন ভাবনার দু’টি মানুষের প্রেমময় জীবনের গল্প নিয়ে এগোতে থাকে ছবিটির কাহিনী।

‘বাংলা’ বঙ্গতে মুক্তি দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, বঙ্গ দর্শকদের জন্য বেশ বড় কিছু নিয়ে আসছে। ‘বাংলা’ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডাবিংকৃত ছবি। বিশ্বজুড়ে বিস্তৃত বঙ্গ-তে বাংলাদেশ এবং দেশের বাইরে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই এবং সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও এ ছবিটি উপভোগ করতে পারবেন।

দর্শকরা খুব সহজেই দেশ এবং দেশের বাইরে থেকে বঙ্গ’র iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপ, এছাড়াও বঙ্গ’র ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি অ্যাপের মাধ্যেম বঙ্গ-তে প্রবেশ করে ‘বাংলা’ ছবিটি উপভোগ করতে পারবেন।

‘বাংলা’ ছবিটির ট্রেলার দেখা যাচ্ছে এই লিংকে : bongobd.com


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও