ল্যাপটপ ও ডেক্সটপের জন্য ফেসবুকের নতুন মেসেঞ্জার অ্যাপ

০৪ এপ্রিল ২০২০, ০৬:৫২ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম


ল্যাপটপ ও ডেক্সটপের জন্য ফেসবুকের নতুন মেসেঞ্জার অ্যাপ
ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে অনেক মানুষ গৃহবন্দী। কাজের জন্যই হোক কিংবা আড্ডায় বেড়েছে ফেসবুক মেসেঞ্জার এর অডিও এবং ভিডিও কল। ল্যাপটপের ব্রাউজারে মেসেঞ্জার ব্যবহার করা গেলেও মোবাইলের মত সব সুবিধা মিলে না। ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে এবার ল্যাপটপ ও ডেক্সটপ এর জন্য ডেডিকেটেড মেসেঞ্জার অ্যাপ নিয়ে এলো ফেসবুক। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের চেয়ে অনেক বড় পর্দায় এখন খুব সহজেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

মেসেঞ্জারে যদি আগে থেকেই কারো সঙ্গে যুক্ত থাকেন তাহলে ল্যাপটপের অ্যাপ্লিকেশনে আপনি স্বয়ংক্রিয়ভাবেই তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন। কোনও ফোন নাম্বার, ইমেইল বা কোনও নতুন পরিষেবাতে সাইন আপ করার দরকার নেই। কম্পিউটারে অন্য কাজ করতে করতেও এই অ্যাপ্লিকেশনে সংযুক্ত থাকা যাবে। যা স্মার্টফোনে সম্ভব নয়।

মেসেঞ্জারের হিস্ট্রির কোনো ক্ষতি না করেই সহজেই এক ডিভাইস থেকে অন্য ভিভাইসে যাওয়া যাবে। পাশাপাশি ম্যাসেঞ্জারের অন্যান্য সুবিধা যেমন: ডার্ক মোড এবং জিআইএফ পাওয়া যাবে এতে।

মাইক্রোসফট স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর থেকে ডেস্কটপ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।



এই বিভাগের আরও