চুরির পর বন্ধ হবে মোবাইল, চালু হচ্ছে ১৬০০২ কোড

২১ জানুয়ারি ২০১৯, ০৮:১৫ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম


চুরির পর বন্ধ হবে মোবাইল, চালু হচ্ছে ১৬০০২ কোড

অনলাইন ডেস্ক

সংক্ষিপ্ত কোড ‘১৬০০২’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে চুরির পর ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বর ব্যবহার করে সেটি বন্ধ করে দেওয়া যাবে। 

এ ছাড়া নিজের মোবাইল ফোনটি বৈধ পথে আমদানি করা হয়েছে কিনা তা শিগগিরই জানতে পারবেন বাংলাদেশের ব্যবহারকারীরা।

 সোমবার (২১ জানুয়ারি) বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান ইউএনবিকে এ তথ্য জানান। 

জাকির হোসেন জানান, টেলিযোগাযোগ নিন্ত্রয়ণকারী কর্তৃপক্ষ ইতিমধ্যে বৈধভাবে আমদানি করা ফোনের আইএমইআই নম্বরের তথ্যভাণ্ডার তৈরি করেছে। এর মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা জানতে পারবেন যে তাদের আইএমইআই নম্বরটি বিটিআরসির তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত আছে কিনা।

বিটিআরসির তথ্যভাণ্ডার কার্যকর হওয়ার পর ব্যবহারকারীরা তাদের চুরি যাওয়া ফোন বন্ধ করে দিতে পারবেন। তবে এ জন্য তাদের আইএমইআই নম্বর তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত থাকতে হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার ২২ জানুয়ারি মঙ্গলবার বিটিআরসি কার্যালয়ে সংক্ষিপ্ত কোড ‘১৬০০২’-এর কার্যক্রম উদ্বোধন করবেন।



এই বিভাগের আরও