গুগল অ্যাপে ডার্ক মোড

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৩ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১১:৩১ এএম


গুগল অ্যাপে ডার্ক মোড
ফাইল ছবি

তথ্য প্রযুক্তি ডেস্ক:

যারা পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য আপাতত সুখবর হলো এসব ফোনের জন্য ডার্ক মোড সংস্করণ উন্মুক্ত করছে গুগল। তবে, এ সংস্কারটি শুধুমাত্র বেটা টেস্টাররাই ব্যবহার করতে পারবেন।

এতোদিন পর্যন্ত ডার্ক মোড ফিচারটি শুধুমাত্র পিক্সেল ফোন ও অ্যান্ড্রয়েড ১০- এর ব্যবহারকারীরাই সক্রিয় করতে পারতেন। বর্তমান সংস্করণের ফলে এখন সব বেটা ব্যবহারকারীরাই ফিচারটি ব্যবহার করতে পারবেন। মূলত কোনো ফিচার পরীক্ষা-নিরীক্ষার জন্য সীমিত সংখ্যক ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত করা হলে তাকে বেটা সংস্করণ বলে।

গত সপ্তাহ থেকেই সব বেটা টেস্টারদের কাছে ফিচারটি পৌঁছাতে শুরু করেছে। গুগল অ্যাপের সঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপের সংযোগ রয়েছে। ফলে গুগল অ্যাপের পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্টেও পাওয়া যাবে ডার্ক মোড ফিচারটি।

বেটা টেস্টার হতে চাইলে গুগল অ্যাপের বেটা সংস্করণ ডাউনলোড করতে হবে। এরপর ক্লিক করতে হবে এই লিঙ্কে। এর জন্য শুধু প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট, গুগল অ্যাকাউন্ট।

গুগল জানিয়েছে, ডার্ক মোড ব্যবহার করে ৪৩ শতাংশ পর্যন্ত ব্যাটারি সাশ্রয় করা যায়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকালে চোখের যে ক্লান্তি সৃষ্টি হয় তাও দূর করবে ফিচারটি।



এই বিভাগের আরও