নরেন্দ্র মোদি’র সোশ্যাল মিডিয়া ছাড়ার রহস্য ফাঁস

০৩ মার্চ ২০২০, ০৮:০৭ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পিএম


নরেন্দ্র মোদি’র সোশ্যাল মিডিয়া ছাড়ার রহস্য ফাঁস
ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার তার করা চাঞ্চল্যকর টুইটের ব্যাখ্যা দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ফের এক টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এক দিনের জন্য সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা বলেছিলাম। এবার আন্তর্জাতিক নারী দিবসে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেইসব নারীদের জন্য ছেড়ে দেব যাদের জীবন ও কাজকর্ম আমাদের সবাইকে প্ররণা দেয়। তাদের কাহিনী লাখ লাখ মানুষকে উত্সাহ জোগাবে। আপনি কি সেই ধরনের কোনও মহিলা যার জীবনের কাহিনী সবাইকে প্ররণা দেবে? তাহলে সেইসব কাহিনী আমার সঙ্গে শেয়ার করুন #SheInspiresUs ব্যবহার করে।

এর আগে সোমবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “ভাবছিলাম এই রবিবার ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া থেকে সরে যাব। এনিয়ে পরে পোস্ট করে সকলকে জানাব।” ওই টুইটের পর হইচই শুরু হয়ে যায় দেশজুড়ে। ফলে মঙ্গলবার সেই টুইটের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গোটা দুনিয়ায় রাষ্ট্রনেতাদের মধ্য়ে ফলোয়ারের সংখ্যায় অনেককেই টেক্কা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ৫ কোটি ৩৩ লাখ। ফেসবুকে ওই সংখ্যা ৪৪,৭২২,১৪৩ জন। ইনস্টাগ্রাম ও ইউটিউবেও যথেষ্ট জনপ্রিয় প্রধানমন্ত্রী। ওই দুই প্লাটফর্মে তার সাবস্ক্রাইবারের সংখ্যা যথাক্রমে ৪৫ লাখ ও ৩ কোটি ৫২ লাখ। এরকম এক অবস্থায় সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়ার ঘোষণায় নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল ভারতের রাজনৈতিক মহল।



এই বিভাগের আরও