করোনা থেকে রক্ষা পেতে দোয়া পড়ার আহ্বান আজহারীর

০৩ মার্চ ২০২০, ০৮:৫৭ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পিএম


করোনা থেকে রক্ষা পেতে দোয়া পড়ার আহ্বান আজহারীর
ফাইল ছবি

জীবনযাপন ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাস চীনে শুরু হয়ে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এশিয়ার পর মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপেও মহামারি আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ৬০টি দেশের লোকজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, এতে হয়তো আরো অনেকেই আক্রান্ত হতে পারেন।

মরণঘাতি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩১১৬ জনেরও বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছে প্রায় ২৯৪৩ জন। মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি করে একটি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনাসহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]’


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও