ময়লা যাবে কয়লা দিয়ে ধুলেই

২০ অক্টোবর ২০১৯, ০৩:২৪ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম


ময়লা যাবে কয়লা দিয়ে ধুলেই

টাইমস ডেস্ক:

কথায় বলে কয়লা ধুুলে ময়লা যায় না অথবা কয়লা দিয়ে ধুলে ময়লা যায় না। কিন্তু এবার ঘটনা উল্টো বিশেষ করে ত্বকের ক্ষেত্রে। কারণ অ্যাক্টিভেটেড চারকোলের বিভিন্ন ধরনের উপাদান মলিন ত্বকের সতেজ ভাবও চলে আসে খুব দ্রুত। নিয়মিত কয়লার ব্যবহারে ত্বকের ভেতরের স্তরে জমে থাকা ময়লা ও বিষাক্ত পদার্থ টেনে বের করে আনে। ফলে ত্বক হয় ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল।

এছাড়া মুখের লোমকূপ যাদের বড় তারা কয়লা দিয়ে মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন। বড় হয়ে যাওয়া লোমকূপ সংকুচিত করতে সহায়তা করে কয়লার মাস্ক। নিয়মিত ব্যবহারে ত্বকে ব্রণের সমস্যাও কমে আসবে। এখন কয়লার প্যাক কসমেটিকসের দোকান ও ফার্মেসিতেও পাওয়া যায়।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও