শীলমান্দীতে আলী হোসেন ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ

০৮ জুলাই ২০২০, ০৬:১৩ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পিএম


শীলমান্দীতে আলী হোসেন ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার শীলমান্দীতে আলী হোসেন ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার (৮ জুলাই) শীলমান্দী ইউনিয়নের বিভিন্ন লোকালয়ে এ কর্মসূচী পালন করা হয়।


এতে অংশ নেন নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, মাস্টার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইমাম উদ্দিন, বিশিষ্ট্য ব্যবসায়ী গিয়াস উদ্দিন, সামাজিক সংগঠন ‘সুখায়ূ’র সাধারণ সম্পাদক আহসান হাবীব রোমান, মানববন্ধন সমাজ কল্যাণ সস্থ্যার সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সদস্য ও আলী হোসেন ফাউন্ডেশন’র চেয়ারম্যান আলী হোসেন এর ছেলে আদিব হোসেন প্রমূখ।

এসময় আয়োজকরা জানান, করোনা সংকটে শীলমান্দী ইউনিয়নে প্রায় তিন হাজার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে আলী হোসেন ফাউন্ডেশন। মানবসেবার পাশাপাশি সবুজ প্রকৃতি গড়ে তোলার লক্ষে মানববন্ধন সমাজ কল্যাণ সংস্থার সার্বিক তত্ববধানে এ বৃক্ষরোপণ কর্মসূচীতে ঔষধি, ফলজ সহ বিভিন্ন জাতের কলবের চারা রোপণ করা হয়।