ঘোড়াশাল পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

২০ জুলাই ২০২০, ০১:৫৮ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ এএম


ঘোড়াশাল পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
নতুন কোন করারোপ ছাড়াই নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরে ৬০ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ২৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬০ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ২৮২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৬৩ লক্ষ ৭৯ হাজার ৮৭৭ টাকা। যেখানে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৫ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা।


সোমবার (২০ জুলাই) সকালে পৌর ভবনের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত এক সভায় এ বাজেট পেশ করেন ঘোড়াশাল পৌর মেয়র মোঃ শরীফুল হক।
বাজেট ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।


এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার সাহাৎ হোসেন ভূঁঞা, পৌর সচিব মোঃ তাজেল হোসেন হাওলাদার, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, নাগরিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, সকল কাউন্সিলর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও