বেলাবতে কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল

২০ অক্টোবর ২০২২, ০৬:৩৯ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০১ এএম


বেলাবতে কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল

বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ইসলামী বিভাগের অধ্যাপক আবদুস সাত্তারের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মৌন মিছিলটি নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় থেকে শুরু করে নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এসময় অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষক আবদুস সাত্তার আহত হওয়ার ঘটনায় জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বক্তব্য রাখেন কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

গত ১৯ অক্টোবর সকালে কলেজে যাবার পথে অজ্ঞাত এক ব্যক্তি শিক্ষক আবদুস সাত্তারকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ছুরির আঘাতে উক্ত শিক্ষকের ঘাড় হতে পিঠ পর্যন্ত কেটে যায়। এ হামলার ঘটনায় বেলাব থানায় লিখিত অভিযোগ দেন আহত শিক্ষক।



এই বিভাগের আরও