নরসিংদীতে যুবলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

১৩ জুলাই ২০২১, ০৬:৫৭ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০৯ এএম


নরসিংদীতে যুবলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে ৫ শত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে মাধবদী থানার শেখের চর বাসস্ট্যান্ড এলাকায় এসব খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

নরসিংদী সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন কমিশনার এই খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সহসভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু, সাবেক ভিপি আরিফুল ইসলাম, জিএস ইয়াকুব ভুঞা ,যুবলীগ নেতা আবদুল লতিফ প্রমুখ।