মাধবদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৫ জুন ২০২০, ১১:১৪ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম


মাধবদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ মোবারক হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোবারক মাধবদী থানার ভঙ্গারচর গ্রামের হারুন মিয়ার ছেলে। শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাফায়েত হোসেনের নেতৃত্বে উপ পরিদর্শক দিদারুল আলম খান ও জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে তিনশত পিস ইয়াবাসহ ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোবারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ছিনতাই, চুরিসহ একাধিক মামলা রয়েছে।

মাদকসহ তাকে গ্রেফতারের ঘটনায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।



এই বিভাগের আরও