মনোহরদীর চালাকচর হতে ইয়াবাসহ গ্রেফতার ৫

০৩ অক্টোবর ২০১৯, ০৭:১১ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম


মনোহরদীর চালাকচর হতে ইয়াবাসহ গ্রেফতার ৫

তৌহিদুর রহমান:
মনোহরদী উপজেলার চালাকচর হতে ইয়াবাসহ ৫ জন কে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।


এসময় তাদের নিকট হতে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমনিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলো, চালাকচর এলাকার দুদু মিয়ার ছেলে আবুল কাশেম (৩৫), একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২), দিলীপ পালের ছেলে উজ্জল পাল (৩৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে পিয়ার হোসেন (৩২) ও হাফিজপুর এলাকার হোসাইন আহম্মেদ এর ছেলে সুমন মিয়া (২৬)।


ইয়াবাসহ আটকের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও জাকারিয়া আলম বাদী হয়ে মনোহরদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পর গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



এই বিভাগের আরও