নরসিংদীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম | আপডেট: ০৬ মে ২০২৪, ০৩:৫৮ এএম


নরসিংদীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বুধবার বিকেলে নরসিংদী মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

এতে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে আইনশৃঙ্খলা বিষয়ক নানা তথ্যসহ, অভাব, অভিযোগ  ‍শোনেন এবং এসবের বিষয়ে তাৎক্ষণিক জবাব দেন। এসময় তিনি কিশোর গ্যাংসহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান। সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেঁটাযুদ্ধসহ মামলা সংক্রান্ত জটিলতা, মামলার সফলতা নিয়ে আলোচনা করেন।  

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন, চৌয়ালা টেক্সটাইল শিল্পমালিক সমিতির সভাপতি মমিনুর রহমান আপেল প্রমুখ।

 



এই বিভাগের আরও