মানব পাচার সচেতনতায় নরসিংদীতে "পুঁথিপাঠ"
২৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৬:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক:
মানব পাচার সচেতনতায় নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ। শুক্রবার (২৫ অক্টোম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর গ্রামের এক বাগান বাড়িতে এই পুঁথিপাঠের আয়োজন করে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠান ।সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে তাদের চলমান প্রকল্প "আশ্বাস : মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য " এর আওতায় এই পুঁথিপাঠের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলা থেকে পাচারের শিকার একজন ব্যক্তির সত্য ঘটনা অবলম্বনে লিখিত একটি দীর্ঘ পুঁথি পাঠ করা হয়। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রাজন মিয়া (ছদ্মনাম) ইতালি যাওয়ার জন্য দালালের কাছে টাকা জমা দেন। দালাল সেই টাকা নিয়ে তাকে লিবিয়ায় নিয়ে গিয়ে বন্দী করে রাখেন। এবং অমানসিক নির্যাতন করে এবং তার পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন পাঠানোর পর রাজন মিয়াকে ভুমধ্যসাগরে ভাসিয়ে দেয়া হয়। সাগরে ঢেউয়ের ধাক্কায় নৌকা ভেঙে যায়। ডুবে মরে যায় রাজন মিয়া সহ নৌকায় থাকা সবাই। এভাবেই এগোতে থাকে পুঁথির গল্প। অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন 'আশ্বাস' প্রকল্পের নরসিংদী জেলার প্রোগ্রাম অফিসার মোঃ মৃদুল খান।
পলাশতলী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, মানব পাচার এই উপজেলার জন্য অভিশাপের মতো। প্রচুর মানুষ আমাদের রায়পুরা উপজেলা থেকে বিদেশে যায়। অসাধু দালাল চক্র এর সুযোগ নিয়ে পাচারের মতো ভয়ঙ্কর কাজ করে যাচ্ছে। গ্রাম পর্যায়ে রামরুর এমন পুঁথিপাঠের মাধ্যমে মানুষকে সচেতন করার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রজেক্ট কোঅর্ডিনেটর অনিন্দ জ্যোতির্ময় বলেন নরসিংদী সারাদেশের মানব পাচারকারীদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ হটস্পট। এই অঞ্চলের মানুষের মধ্যে পুঁথিপাঠ অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন হিসেবে সুপিরিচিত। ফলে আমরা এই পুঁথিপাঠের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে মানুষকে অভিবাসন এবং মানব পাচারের বিষয়ে সচেতন করতে উদ্যোগ গ্রহন করেছি।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা, মিডিয়া ও কমিউনিকেশন অফিসার ফাবিহা ইদ্রিস, এখন টেলিভিশনের নরসিংদী প্রতিবেদক রাকিবুল ইসলাম, প্রথম আলো নরসিংদী বন্ধুসভার সাধারণ সম্পাদক জিনাত খান এবং স্কলাস্টিকা মডেল কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- নিখোঁজের একদিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
- মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
- মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
- শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
- বিগত ১৫ বছরের অন্যায় জুলুম কেউ যদি ফিরিয়ে আনতে চায় পরিণতি হবে ভয়াবহ :ড. আবদুল মঈন খান
- ছাত্রনেতা বিল্লাল হোসেন রনির শাহাদাত বার্ষিকী পালন
- নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
- বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় :ড. আবদুল মঈন খান
- রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- নিখোঁজের একদিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
- মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
- মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
- শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
- বিগত ১৫ বছরের অন্যায় জুলুম কেউ যদি ফিরিয়ে আনতে চায় পরিণতি হবে ভয়াবহ :ড. আবদুল মঈন খান
- ছাত্রনেতা বিল্লাল হোসেন রনির শাহাদাত বার্ষিকী পালন
- নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
- বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় :ড. আবদুল মঈন খান