মানব পাচার সচেতনতায় নরসিংদীতে "পুঁথিপাঠ"
২৭ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম | আপডেট: ০৮ মে ২০২৫, ০৯:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক:
মানব পাচার সচেতনতায় নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ। শুক্রবার (২৫ অক্টোম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর গ্রামের এক বাগান বাড়িতে এই পুঁথিপাঠের আয়োজন করে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠান ।সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে তাদের চলমান প্রকল্প "আশ্বাস : মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য " এর আওতায় এই পুঁথিপাঠের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলা থেকে পাচারের শিকার একজন ব্যক্তির সত্য ঘটনা অবলম্বনে লিখিত একটি দীর্ঘ পুঁথি পাঠ করা হয়। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রাজন মিয়া (ছদ্মনাম) ইতালি যাওয়ার জন্য দালালের কাছে টাকা জমা দেন। দালাল সেই টাকা নিয়ে তাকে লিবিয়ায় নিয়ে গিয়ে বন্দী করে রাখেন। এবং অমানসিক নির্যাতন করে এবং তার পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন পাঠানোর পর রাজন মিয়াকে ভুমধ্যসাগরে ভাসিয়ে দেয়া হয়। সাগরে ঢেউয়ের ধাক্কায় নৌকা ভেঙে যায়। ডুবে মরে যায় রাজন মিয়া সহ নৌকায় থাকা সবাই। এভাবেই এগোতে থাকে পুঁথির গল্প। অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন 'আশ্বাস' প্রকল্পের নরসিংদী জেলার প্রোগ্রাম অফিসার মোঃ মৃদুল খান।
পলাশতলী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, মানব পাচার এই উপজেলার জন্য অভিশাপের মতো। প্রচুর মানুষ আমাদের রায়পুরা উপজেলা থেকে বিদেশে যায়। অসাধু দালাল চক্র এর সুযোগ নিয়ে পাচারের মতো ভয়ঙ্কর কাজ করে যাচ্ছে। গ্রাম পর্যায়ে রামরুর এমন পুঁথিপাঠের মাধ্যমে মানুষকে সচেতন করার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রজেক্ট কোঅর্ডিনেটর অনিন্দ জ্যোতির্ময় বলেন নরসিংদী সারাদেশের মানব পাচারকারীদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ হটস্পট। এই অঞ্চলের মানুষের মধ্যে পুঁথিপাঠ অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন হিসেবে সুপিরিচিত। ফলে আমরা এই পুঁথিপাঠের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে মানুষকে অভিবাসন এবং মানব পাচারের বিষয়ে সচেতন করতে উদ্যোগ গ্রহন করেছি।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা, মিডিয়া ও কমিউনিকেশন অফিসার ফাবিহা ইদ্রিস, এখন টেলিভিশনের নরসিংদী প্রতিবেদক রাকিবুল ইসলাম, প্রথম আলো নরসিংদী বন্ধুসভার সাধারণ সম্পাদক জিনাত খান এবং স্কলাস্টিকা মডেল কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
- সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : ড.আব্দুল মঈন খান
- শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেল ১৩৫ মেধাবী শিক্ষার্থী
- রায়পুরায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
- সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : ড.আব্দুল মঈন খান
- শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেল ১৩৫ মেধাবী শিক্ষার্থী
- রায়পুরায় ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর