নরসিংদীতে আরও ৬ জন করোনায় আক্রান্ত

০১ ডিসেম্বর ২০২০, ০৬:০৪ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ এএম


নরসিংদীতে আরও ৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতেগত ২৪ ঘণ্টায় আরও ০৬ জনের শরীরেকরোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুইহাজার ৬৩৬ জনে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) এতথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৯ নভেম্বর ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউটঅব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। সোমবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ০৫ জন ও রায়পুরায় ০১ জন।

এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালদুই হাজার ৬৩৬ জনে।

সিভিলসার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৭৭৮ জনের নমুনাসংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৪৪ জন, শিবপুরে ২৬৭ জন, পলাশে ৩০৫ জন, মনোহরদীতে ১৮৭ জন, বেলাবতে ১৫২ জন ও রায়পুরায় ১৮১ জন।

বর্তমানেকোভিড–১৯ রোগে আক্রান্ত ১১ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১২৯ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৮ জন মারা গেছেন।



এই বিভাগের আরও