খালেদা জিয়ার মুক্তির দাবীতে নরসিংদীতে প্রতিবাদ সভা

২৬ এপ্রিল ২০১৮, ০৩:০২ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম


খালেদা জিয়ার মুক্তির দাবীতে নরসিংদীতে প্রতিবাদ সভা
অনলাইন ডেস্ক খালেদা জিয়ার মুক্তির দাবীতে নরসিংদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট সেলিমা রহমান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম সালাম, যুগ্ন মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব:) জয়নাল আবেদিন, বিএনপি কেন্দ্রী নেত্রী শিরিন সুলতানা, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দীন মোল্লা, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবী করেন। আর মুক্তি দিতে গরি মসি করলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতারা।


এই বিভাগের আরও