নরসিংদীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

০১ অক্টোবর ২০১৯, ০৯:৫৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৪ পিএম


নরসিংদীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে নরসিংদী আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক ড. এটিএম মাহবুব উল করীম।


নরসিংদী সিভিল সার্জন অফিসের আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিন, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: ইব্রাহিম টিটন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন নরসিংদী শাখার সাধারণ সম্পাদক ডা: সাজেদুল হক অপু, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: আবু কাউছার সুমন, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাতসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ।
এসময় সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান অতিথিগণ।